পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবে ৭১ জন হিন্দু ভাই নি°হত হওয়ার পর প্রতিটি পরিবারকে ৩০ হাজার করে মোট ২১ লাখ টাকার সহায়তা দিয়েছে জামায়াত। জামায়াত বলছে, এটা দয়া নয়, এটা তাদের দায়িত্ব। এই ঘটনার পর হিন্দু কমিউনিটির প্রশংসায় ভাসছে জামায়াত। হিন্দুদের ভোটকে নিজেদের ভোটব্যাংক দাবি করা আওয়ামীলীগ কি এই ঘটনায় ল’-জ্জা পাচ্ছে? কোন রাজনৈতিক দল এগিয়ে যায় নি।
স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া জামায়াত এগিয়ে গেছে। হিন্দুরা একবারও বলেনি, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমাদের সহায়তা নিবো না। সিলেটে বন্যার্তদের পাশেও জামায়াত শেষ মুহুর্ত পর্যন্ত দাঁড়ায়। খাদ্য সহায়তা থেকে ঘরবাড়ি নির্মাণ পর্যন্ত করে দিয়েছে। তখনও কেউ বলেনি, স্বাধীনতা বিরোধীদের কোন সহায়তা আমরা নিবো না।
তাহলে কি মানুষের খাদ্য কষ্ট, ঘরের কষ্টের কাছে আওয়ামীলীগের স্বাধীনতা বিরোধী তকমা দেওয়া এজেন্ডার রাজনীতি ফেইল মারছে? “এক্ষেত্রে আওয়ামীলীগের রাজনীতি সফল এবং জামায়াতের রাজনীতি ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিলো, যদি আওয়ামীলীগ তাদের বয়ানের পাশাপাশি ব্যাপক অর্থ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতো।” কিন্তু মানুষের পাশে দাঁড়ালে কি নিজেদের পেট মোটা করা যাবে? বিদেশি অর্থ পাচার করা যাবে?
তাইতো স্বাধীনতা বিরোধী তকমা থাকা সত্ত্বেও হিন্দুদের প্রশংসায় ভাসছে জামায়াত!
বিঃ দ্রঃ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামীলীগ, জামায়াত ও জাতীয় পার্টি একই টেবিলে বসেছে, যুগপৎ আন্দোলন পর্যন্ত করেছে। তখন আওয়ামীলীগের কাছে জামায়াত স্বাধীনতা বিরোধী ছিলো না, সেই প্রশ্নও তারা করেনি।
@রাশেদ খানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত
খবর সম্পর্কে মন্তব্য করুন