মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধি:
জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের বিশেষ সভা অনুষ্ঠিত। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। এরপর কমিউনিটি পুলিশিং ফোরামের মৃত সদস্য রুপালী বেগমের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
গতকাল( ২৪ জুন) সকালে পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ বীর মুক্তিযোদ্ধা, আমিনুর রহমান পাটাশ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু।
সভায় কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আমিরুল ইসলাম পিপিএম উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি, রাবেয়া আলিম এমপি,প্রেসক্লাবের সভাপতি তাহমীন হক ববি সহ চৌদ্দ বিশিষ্ট উপদেষ্টা, সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম ডাবলু,প্রচার সম্পাদক হিসেবে শামসুল হক, অফিস সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের সদস্য ইশরাত জাহান পল্লবী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন সহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির সমাপনী বক্তব্য দেওয়ান কামাল আহমেদ বলেন, জেলা থেকে মোটামুটি চুরি ডাকাতি দাঙ্গা হাঙ্গামা ৯৫ ভাগ কমেছে। এখন শুধু মাদকাসক্ত এবং মোবাইল জুয়া বন্ধ করতে হবে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম কে অভিনন্দন জানান। এবং কমিউনিটি পুলিশিং ফোরাম কে চলমান রাখতে পৌরসভার কনফারেন্স রুম ব্যবহারের ঘোষণা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোস্তফা মঞ্জু, ছয় থানার অফিসার ইনচার্জ গণ।