ইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশিদ আনারস প্রতীকে ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কনক কান্তি দাস তার চশমা প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। জেলার ৬ উপজেলা কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে মোট ৯শ ৫৪ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টায় শুরু হওয়া ভোট দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও সষ্ঠু ভোটদানের লক্ষ্যে তাদের টহল অব্যাহত রাখে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের জানান, এম হারুন অর রশিদ ১৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। জেলার কোথায় কোন অভিযোগ আসেনি। শতভাগ স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলায় মোট ভোটার ছিলো ৯’শ ৫৪ টি। এর মধ্যে ৯’শ ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২ টি ভোট বাতিল হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন