
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে শ্বশুড় বাড়ি বেড়াতে এসে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছে পাষন্ড স্বামী। সোমবার বেলা সোয়া ২টার দিকে উপজেলা পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি। এ ঘটনায় ঘাতক স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, প্রায় ১০ বছর আগে নরুন্দা গ্রামের আবেদিন মিয়ার মেয়ে আলিছা বেগমের (২৫) বিয়ে হয় টাঙ্গাইল সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের মো. সোনা মিয়ার ছেলে রাশেদ মিয়ার সঙ্গে। তাদের ঘরে ২মেয়ে ১ছেলে সন্তান রয়েছে। আলিছার ভাই সুমন মিয়া জানান, তার বোন ইদের ৭দিন আগে শ্বশুড়-শাশুড়ির সঙ্গে ঝগড়া করে ৩ সন্তান নিয়ে বাবার বাড়ি চলে আসে। এর মধ্যে স্বামী সুমন এসে সন্তানদের তার বাড়ি নিয়ে যায়।
সোমাবার দুপুরে আবার সে আমাদের বাড়িতে আসে। বেলা সোয়া ২টার দিকে ঘরের ভেতর আলিছাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসী তাকে ধরে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পাথরাইল ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ সরকার বলেন, ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে মাদকাসক্ত। সে যে ঘটনাটি ঘটিয়েছে তা খুবই মর্মান্তিক। এ ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী সুমনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।