টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে সুলতান মাহমুদ (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত গভীর রাতে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুলতান মাহমুদ ওই এলাকার মৃত মুসা সরকারের ছেলে।
নিহতের বড় ভাই কে.এম নাছির উদ্দিন জানান, সুলতান বাড়িতে একাই থাকতেন। এ ঘটনার ৪ থেকে ৫ দিন আগে সুলতানের সাথে আমাদের যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। কিন্তু গতকাল সুলতানের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তার কোন খবর পাইনি। এলাকাবাসী অনেকের সাথেও যোগাযোগ করে সুলতানের কোন সন্ধান না পেয়ে আমার পুলিশে কর্মরত ভাগিনার সাথে যোগাযোগ করে আমার ভাইয়ের নিরুদ্দেশ হওয়ার বিষয়টি অবগত করি।
পরে সে ঘাটাইল থানায় যোগাযোগ করলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে সুলতানের হাত, পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। দেখে মনে হচ্ছিল কয়েকদিন আগেই তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মরদেহের শরীর গলতে শুরু করেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাত আড়াইটার দিকে গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এখনও কোন অভিযোগ করেনি। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।
খবর সম্পর্কে মন্তব্য করুন