টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে প্রতিষ্ঠিত পীর শাহজামান মার্কেট ভেঙে ও জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
শনিবার টাঙ্গাইলের পৌর এলাকার সন্তোষে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, মজলুম জননেতা নেতা আব্দুল হামিদ খান ভাসানী নিজ হাতে এই পীর শাহজামান মার্কেট নির্মাণ করেছিলেন। পাঁচ শতাধিক দরিদ্র ছোট ছোট ব্যবসায়ী এখানে জীবিকা নির্বাহ করছে। তাদেরকে উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে প্রায় ১০ একর জায়গার জুড়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই জায়গায় বেশ কয়েকটি পুকুরও রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও ভাসানীর অনুসারীরা ইতিপূর্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছে। কোন কিছুর তোয়াক্কা না করে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত এই মার্কেট ভেঙে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
এই প্রতিবাদ ও মানববন্ধনে অংশগ্রহন কারীরা উল্লেখ করেন, “এখনও সময় আছে এই অবৈধ কাজ বন্ধ করুন। তা না হলে জীবন দিয়ে হলেও এই অপচেষ্টা প্রতিরোধ করা হবে বলে মানববন্ধনে ঘোষনা দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব আবুবক্কর সিদ্দীকি, জসিমউদ্দিন, মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা সিদ্দীক হোসেন বিএসসি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম আবু হানিফ। পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক হাসরত খান ভাসানী সভাপতিত্ব করেন।
আরোও বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী নেতুবৃন্দ ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ।
মানববন্ধন শেষে যে স্থানে মাটি ভরাট কার্যক্রম চলছিলো সেখানে গাছের চারা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বেকুর ড্রাইভারকে বেকু সড়িয়ে নিতে বলা হয়েছে।