টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতা কর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
ঈদ পরবর্তী টাঙ্গাইল-৬ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় বুধবার আটিয়ার ছিলিমপুরসহ এলাসিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের সাদৃশ্য চিত্র তুলে ধরে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সাধারণ মানুষকে অংশীদার হতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সরকার’কে পুনর্নির্বাচিত করতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান আ’লীগ নেতা মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
খবর সম্পর্কে মন্তব্য করুন