ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ
সকল রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পূর্ব পাশে ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পূর্ব পাশে, পুরাতন সাব রেজিস্ট্রার অফিসে, জসিম উদ্দিন ইমনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হোসাইন এর পরিচালনায় ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবিউল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাসেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলম বাহাদুর। এ সময় তিনি বলেন, মানব সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আর ওম) ডাঃ এনামুল হক।
এ সময় বক্তব্য রাখেন, টেকনাফউপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সওয়ার আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী, ডাঃ তাফসিরুল হাবিব, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র হাফেজ এনামুল হাসান, ১নং ওয়ার্ড কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, মহিলা কাউন্সিলর লিলি আক্তার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজ।
এতে আরও উপস্থিত ছিলেন, রেজাউল করিম শরীফ, গফুর আলম, সাংবাদিক, মিজানুর রহমান মিজান,আরফাত সানি, ওবাইদুর রহমান নয়ন, ইব্রাহিম, সাংবাদিক শেখ রাসেল, জিয়াবুল হক জিয়া, ফরিদ বাবুল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এইচ এম বখতিয়ার উদ্দিন চৌধুরী।
ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হোসাইন বলেন, টেকনাফ উপজেলার মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয় তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি। পাশাপাশি স্থানীয় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সহযোগিতা কামনা করেছেন। পরিশেষে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভা সমাপ্তি করেন,ও পাশাপাশি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।