ইমরান হোসাইন,ঢাকা কলেজ প্রতিনিধি:
ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশী তরুণ লেখক ও গবেষক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী তুরস্কের ইস্তাম্বুলে চলমান ইফসুর সাধারণ অধিবেশনের দ্বিতীয় দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্বের ৬০টি দেশের ১৩০ টিরও অধিক ছাত্র ও যুব সংগঠন IIFSO সদস্যপদ নিয়ে কাজ করছে। ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিনি উক্ত সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন। ২০২৩ থেকে ২০২৭ কার্যকাল তিনি এ দায়িত্ব পালন করবেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটি থেকে “আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি” অভিসন্দর্ভের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি আঙ্কারাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ANKASAM-এর সাথে কাজ করছেন। ‘আতাতুর্ক থেকে এরদোয়ান’ বইসহ তাঁর ৪টি বই এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠনের সাথে কাজ করছেন।
ড. মোস্তফা ফয়সাল এশিয়ান রিজিয়ন আইআইএফএসও-এর শুরা সদস্য ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য যে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্র ও যুবকদের জাতিসংঘ হিসেবে পরিচিত। সেক্রেটারী জেনারেলই IIFSO এর সর্বোচ্চ ব্যক্তি।
good