ওসমান গনি,স্টাফ রিপোর্টার
দাউদকান্দি, কুমিল্লা আজ মহান মে দিবস পালিত হয়েছে। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
সোমবার দাউদকান্দিস্থ কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন দেশসেরা উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন । কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি মো রকিব উদ্দিন রকিবের সভাপতেত্ব উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শের-ই-আমল, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক আক্তার হোসেন, পৌর শ্রমিকলীগ সভাপতি আবু সায়েম বাবু প্রমুখ।
মো. রকিব উদ্দিন রকিব বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক এবং ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক শোষক এবং বেশিরভাগ শ্রমিক শোষিত। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়তে হলে প্রাথমিকভাবে সমাজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক মেহনতি নাগরিকের জন্য পল্লী রেশনিং চালু করতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।’ শ্রমিকের গায়ের ঘাম সুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। আমার নেতা মেজর অব সুবিদ আলী ভুইয়া ও দেশসেরা উপজেলা চেয়ারম্যান মেজর অব মোহাম্মদ আলী সুমন সব সময় শ্রমিকের পাশে আছেন ও থাকবেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন