দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল যেন দুপচাঁচিয়াবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল। দুপচাঁচিয়াকে যারা বিভিন্ন আঙ্গিকে নেতৃত্ব দেন, সবাই এক একসাথে বসেছিল আজ । দুপচাঁচিয়া পুলিশ প্রশাসন এক ঐতিহাসিক ইফতার মাহফিলের আয়োজন করেছিল আজ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া—০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের এসপি সুদীপ কুমার চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান, ০২ পৌরসভার মেয়র, ০৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং পৌরসভার কাউন্সিলবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
খবর সম্পর্কে মন্তব্য করুন