টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে আওয়ামীলীগ নেতা জাকিরুল ইসলাম উলিয়াম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে দেলদুয়ারে ২টি ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন।
(০৪ বৃহস্পতিবার) বিকালে লাউহাটী ইউনিয়নের লাউহাটী বাজার সংলগ্ন একটি মাদ্রাসার সামনের সড়কে এবং সন্ধ্যায় ফাজিলহাটী ইউনিয়নের পুটিয়াজানী বাজারে এ পথসভা করেন। উইলিয়াম নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি। তিনি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি।
নাগরপুর ও দেলদুয়ার উপজেলার তৃণমূলের নেতাকর্মী, সমর্থকদের নিয়ে লাউহাটীতে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রুহুল আমিন, ছাত্রলীগ নেতা তালেব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা জামিলুর রহমান বাবু, সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ কবির, নাগরপুর সরকারি কলেজের সাবেক সাবেক ভিপি শামিম আল মামুন, দেলদুয়ার উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য গোপাল মিত্র, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি খান বাদশা, লাউহাটী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ কহিনুর প্রমুখ।
এর পর সন্ধ্যায়, ফাজিলহাটী ইউনিয়নের পুটিয়াজানী বাজারের পথ সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম, উভয় পথ সভায় উইলিয়াম সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবো। সে লক্ষ্যেই মাঠে কাজ করছি। তৃণমূল নেতাকর্মীদের নির্বাচন পর্যন্ত মাঠে সু-সংগঠিত এবং উজ্জিবিত রাখার উদ্দ্যেশ্যে আমার এ পথসভা।
খবর সম্পর্কে মন্তব্য করুন