
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুর জনসভায় হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমানের বিরুদ্ধে।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী মুন্সিপাড়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে ইদ পুর্নমিলনি জনসভার আয়োজন করা হয়। স্থানীয় মুরতুজ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখছিলেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান তপন। তার বক্তব্য চলাকালে এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে রিফাত, কামরুল সহ ১০/১২ জন মঞ্চস্থলে এসে হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন তাদের প্রতিহত করলে তারা সভাস্থল ত্যাগ করে।
আওয়ামীলীগ নেতা তারেক শামস খান হিমু বলেন, অদৃশ্য কারো ইঙ্গিতে বা পৃষ্ঠপোষকতায় আমার জনসভা পন্ড কারার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
উপজেলা আওয়ামীলীগের সাধারর সম্পাদক এম শিবলী সাদিক বলেন, বিষয়টি নেক্কার জনক ও পাশাপাশি দুঃখজনক, জেলা যুবলীগের নিকট ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানাচ্ছি ।