
টাঙ্গাইল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ততোই ব্যস্ত হয়ে পরেছেন।
গনসংযোগ, পথসভা সহ দলীয় প্রচারণায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে আওয়ামীলীগের প্রায় ডজন খানেক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও নজর কেড়েছেন এক সময়ের তুখোর ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু।
তিনি দেলদুয়ারের আনাচে কানাচে গিয়ে বিচ্ছিন্ন হওয়া তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের সমন্বয় করে নৌকার জোয়ার তুলতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া বাজার, চৌরাস্তা মোড়, নান্দুরিয়া চকবাজার, গোয়ারিয়া সহ ৫টি স্পটে পথ সভা করেছেন তিনি। আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দিয়েছে। সেই সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকার গণজোয়ার সৃষ্টি করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেলদুয়ার ও নাগরপুরের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের তাকে সার্বক্ষণিক সঙ্গ দিতে দেখা গেছে।