টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে নেশাগ্রস্থ স্বামীর বিরুদ্ধে স্ত্রী সহ দুই সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে ঘটেছে এ ঘটনাটি। হত্যা কান্ডের শিকার সাহেদের স্ত্রী মনিরা খাতুন (৩০) ও তার দুই ছেলে মুশফিকুর রহমান (৮) ও মাশরাফি (২)।
সরোজমিনে এসে এলাকাবাসী ও মনিরার পরিবারের কাছ থেকে জানা যায়, দেউলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের ছেলে শাহেদুর রহমান (৪০) একজন মাদকাসক্ত ও মাদক কারবারি। সে বিভিন্ন সময় মাদকাসক্ত হয়ে স্ত্রী মনিরাকে নির্যাতন করতো।
মনিরার মা আবেদা বেগমের দাবি, মনিরার স্বামীই তার মেয়ে ও দুই নাতিকে হত্যা করে আত্মগোপন করেছে।
তিনি প্রশাসনের কাছে সাহেদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন