
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠেছে চাকুরিচ্যুত বিজিবি সদস্য আয়নাল হকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামে। ভূক্তভোগী ২দফা সামাজিক সালিশি বৈঠকে বিচার না পেয়ে অবশেষে ৩ এপ্রিল আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ থেকে ও ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, সানবাড়ী গ্রামের মো. নেপাল মিয়ার ছেলে সাবেক বিজিবি সদস্য আয়নাল হক প্রতিবেশি বিবাহীতা এক সন্তানের মাকে সময়ে অসময়ে কু-প্রস্তাব ও উত্যক্ত করতে থাকে এবং বিয়েরও প্রলোভন দেখায়। এক পর্যায়ে ওই নারী আয়নালের কু-প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তাদের এ সম্পর্কের কথা জানাজানি হলে স্বামীর সঙ্গে ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর পিত্রালয়ে ফিরে আসে ওই নারী। পরে বিয়ে করে স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইলে আয়নাল কৌশলে বিষয়টি পাশ কাটিয়ে যায়। বার বার বিয়ের তাগিদ দেয়ায় ফলে ভূক্তভোগী নারীকে একাধিকবার শারিরীক নির্যাতন করে ও তার মাকেও এলাসিন বাজারে শারিরিক নির্যাতনের অভিযোগ রয়েছে । বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে। কিন্তু সালিশি বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ওই নারী টাঙ্গাইলের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আয়নালকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে আয়নাল হক বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আর যেহেতু আদালতে মামলা হয়েছে সত্য মিথ্যা আদালতই প্রমান করবে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, এটা পুরনো ঘটনা এ বিষয়ে একাধিক সালিশি বৈঠক হয়েছে। কিন্তু কোন বৈঠকেই আমি উপস্থিত ছিলাম না। তবে এ ঘটনায় দায়ের করা মামলার কপি আমি পড়েছি।
এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন বলেন, আয়নালের সঙ্গে একটি মেয়ের অনৈতিক সম্পর্কের কথা শুনেছি। এ বিষয়ে বিচার সালিশও হয়েছে পরে নাকি আদালতে মামলাও হয়েছে।