
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারের লাউহাটি’র হেরন্ড পাড়া এলাকাবাসীর আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের হেরণ্ডপাড়া সামানবাগ মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুস সামাদ। হেরন্ডপাড়া এলাকার মাসুকুল মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু, ফাজিলহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মবিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সরকার, লাউহাটি কলেজের সাবেক প্রভাষক মোঃ আবুল কাশেম, লাউহাটি ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, হেরণ্ডপাড়া গ্রামের সুধীজন সেলিম রেজা, লাউহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ জাকিরুল হক, হেরন্ড পাড়া গ্রামের খোরশেদ আলম, শরিফুজ্জামান শরীফ প্রমুখ।
এ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সমাজ কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হলে সকলকে সচেতন হতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক ও সন্ত্রাসকে প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আপনার আমার সন্তান কখন কোথায় যাচ্ছে? কার সাথে মিশছে? সেকি মাদক বা কোন অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে কিনাএ বিষয়ে নজরদারি রাখতে হবে। যুব সমাজকে স্বস্ব ধর্মের ধর্মীয় শিক্ষায় উজ্জীবিত করতে হবে।