আবির হোসেন সজল, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রতিষ্ঠানটিতে কর্মরত অনেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাসহ অনেকেই এজন্য দায়ী করছেন অধ্যক্ষ দেলোয়ার উদ্দিন আহমেদকে।শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিযোগে জানান, অধ্যক্ষ দেলোয়ার উদ্দিন আহমেদ টিটিসিতে যোগদানের পর থেকেই তিনি দূর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৫ জন কর্মকর্তা-কর্মচারী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২০ সালে দেলোয়ার উদ্দিন আহমেদ উক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পরপর ওই বছরের আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে টিটিসিতে অনুপস্থিত ছিলেন। এরপরেও তিনি নিয়মিত অফিসে আসেন না। তার মন মতো তিনি দুপুরে অফিসে আসেন এবং অনেক রাত পর্যন্ত অফিসে থাকেন। এই অধ্যক্ষ রাতের বেলাও কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে থাকতে বাধ্য করেন
অধ্যক্ষর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের সাইকেল গ্যারেজের দ্বায়িত্বরত ব্যাক্তিকে কোনো কারন ছাড়াই চাকুরিচ্যুত্য করেন অধ্যক্ষ। তারপর ওই প্রতিষ্ঠানের নারী কর্মচারীকে সাইকেল গ্যারেজে বসিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের নিকট হতে সাইকেল গ্যারেজ ফি গ্রহন করে তা রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাত করেন
অধ্যক্ষ দেলোয়ার উদ্দিন আহমেদ তার পূর্বের কর্মস্থল জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতেও নানা রকম অনিয়ম ও দূর্নীতি করে এসেছিলেন। স্থানীয় সাংবাদিকরা তার দূর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করার পরেই তার বদলি হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কিছু কর্মকর্তা কর্মচারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবরে দিয়েছে। যার একটি কপি আমাদের সরবরাহ করা হয়েছে।
Leave a Reply