মোঃশাহজাহান খন্দকার,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়নে। থেতরাই আব্দুল জব্বার কলেজের দোয়া, নবীন বরণও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উলিপুর উপজেলার থেতরাই আব্দুল জব্বার কলেজের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃআহসান হাবিব রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম,থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, থেতরাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল শেখ ও সাধারন সম্পাদক আনিছুর রহমান, কলেজ পরিচালনা কমিটি আব্দুল হামিদ মাষ্টার, মোঃ কামরুজ্জামান, ও কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে শিক্ষা উপকরণ তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান টি সঞ্চাল করেন উক্ত কলেজ এর ছাত্র মোঃ আয়নুল ইসলাম সবশেষে সকলের শুভকামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
Leave a Reply