কাউনিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ ডিসেম্বর) বিকেলে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি।
বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম (রাজু)।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ,হাকিবুর রহমান মাষ্টার,রোজি রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল জলিল সাংগঠনিক সম্পাদক জমশের আলী, বালাপাড়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী সহ কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
উক্ত সাংগঠনিক বর্ধিত সভায় বক্তারা বলেন দলকে সু-সংগঠিত করতে আগামী ডিসেম্বরের মধ্যে কাউনিয়া উপজেলার সকল ইউনিটের কাউন্সিল শেষ করতে হবে, এবং জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান
Leave a Reply