কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলায় প্রতিষ্ঠিত কেওয়াই এসডিও এর ৭ম বর্ষপূর্তি উৎসব পালন করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী আদর্শ বাজার কেওয়াই এসডিও প্রধান কার্যালয়ে কেক কাটা, বঙ্গবন্ধু কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা,শিক্ষাবৃওি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেওয়াই এসডিও এর চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ভূতপূর্ব (বাংলা) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর মোহাম্মাদ শাহ আলম,
এছাড়া আরো উপস্থিত ছিলেন, তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সারোওয়ার আলম মুকুল, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, কেওয়াই এসডিও সহ সভাপতি মোস্তাক আহম্মেদ লাকু, ইউপি সদস্য আফজাল হোসেন, মহিলা ইউপি সদস্য বিউটি খাতুন, সাংবাদিক সাইফুল ইসলাম, জহির রায়হান, জসিম সরকার প্রমুখ।
স্বাগত বক্তব্য কেওয়াই এসডিও নির্বাহী পরিচালক সোহেল রানা বলেন , সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছে এবং আগামীতে যুবদের কর্মসংস্থান করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বঙ্গবন্ধু কৃতি শিক্ষার্থী সম্মাননা স্বরক ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
Leave a Reply