কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।
সোমবার (২২জানুয়ারী) বিকেলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সাবেক জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
মত বিনিময় সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান
Leave a Reply