কাউনিয়ায় পারিবারিক কলহের কারণে কীটনাশক পান করে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মিশু চালক আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত লাল চানের পুত্র মিশু চালক রফিকুল ইসলাম পারিবারিক কলহের কারণে গত বৃহস্পতিবার সন্ধায় সবার অজান্তে ঘরে বসে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। অসুস্থ্য অবস্থায় তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওই রাতেই দ্রæত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ১২ টার দিকে রফিকুল ইসলাম মারা যান।
Leave a Reply