ওসমান গনি স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা আওয়ামী লীগ।গজারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিন, সিনিঃসাংবাদিক মহিউদ্দিন আহম্মেদ,আমিরুল ইসলাম নয়ন,মুকবুল হোসেন,মাসুদ রানা,শেখ নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন জুয়েল, আজিজুল হক পার্থ, আলমগীর হোসেন,সায়মন শাহাদাত,আল আমিন, সোলায়মান শিকদারসহ ওসমান গনি গজারিয়ায় কর্মরত বিভিন্ন দৈনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন,তাঁদের লিখনীতে ফুটে উঠে সমাজের বাস্তব চিত্র,আপনাদের কাছে অনুরোধ করবো,আপনাদের লেখনীর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তথা গজারিয়ার উন্নয়ন চিত্র তুলে ধরুন,সেই সাথে বি,এন,পি’র আগুন সন্ত্রাস,নৈরাজ্যের বিরুদ্ধেও আপনাদের লেখা চলমান থাকবে এই প্রত্যাশা করি।
Leave a Reply