মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে ডাকাতির ঘটনার উদঘাটন করেছে জেলা পুলিশ।এ ঘটনায় জড়িত থাকায় আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের স্বীকারোক্তিমূ্ল তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান আল-মামুন।
তিনি জানান,চাঞ্চল্যকর এই ডাকাতি মামলায় গ্রেফতাকৃতদের তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।ইতোমধ্যে লুণ্ঠিত নগদ ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি তালা কাটার যন্ত্র, ২টি শাবল, ১টি লোহার রড ও ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,ডাকাতির সাথে জড়িত মো:শফিকুল ইসলাম,(২৭),মো: ফরিদ হাওলাদার(৪৫),মো: আনোয়ার হোসেন(৪২),আব্দুর সোবহান ঢালী(৩২),কামাল খান (৪১),মো:দেলোয়ার খলিফা (৩৭),মো:ফারুক খা(২১),মো: কালু হাওলাদার(৩৮),হিরন তালুকদার(৪৩)এবং মিলন খলিফাদেরকে(৩১)গ্রেফতার করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো:আদিবুল ইসলাম,ইয়াসিনা ফেরদৌস,সদর সার্কেল থান্দার খায়রুল হাসান,জেলা গোয়েন্দা ডিবি পুলিশের(ওসি)মো:আবুল কালাম আজাদ,টংঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজিব খান প্রমুখ
Leave a Reply