জনসংযোগ ডেস্ক
রাজধানীতে বই ডেলিভারি দিতে বাসা থেকে বের হয়েছিলেন মোল্লার বই ডটকমের মাহমূদ জাফর। কিন্তু ৩ দিন পার হলেও তার কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজ মাহমূদ জাফরের ছোট ভাই আহমদ হোসাইন জানান, তার বড় ভাই মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর লাইব্রেবি থেকে বই নিয়ে এক গ্রাহকের বাসায় ডেলিভারি দিতে বের হন। রাত সাড়ে নয়টা পর্যন্ত তাকে ফোনে সক্রিয় পাওয়া গেলেও এরপর থেকে তিনি নিখোঁজ। ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। রাতভর আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছেন। কিন্তু কোথাও তার ভাইকে খুঁজে পাননি।
তার পরিবার জানিয়েছে, মাহমূদ জাফর একজন কোরআনে হাফেজ এবং তিনি ফেসবুক পেজে ও তার দোকানে বই বিক্রি করে সংসার চালাতেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। স্ত্রীকে নিয়ে কুতুবখালীর মসজিদ মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply