স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকারঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যকে ফিল্মী স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নজরুল ইসলাম (৫৮) উপজেলার কুটি চন্দ্র খানা গ্রামের একতা স্কুলের নিকটবর্তী মৃত কাজম আলীর পুত্র।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে একই গ্রামের মিলন, মেহেদী শরিফুল, নয়ন, রেদোয়ান সহ আরও কয়েকজন মিলে তুলে ফুলবাড়িতে মিলনের গদি ঘরে নিয়ে যায় । সেখানে নিয়ে নজরুল ইসলামকে চেয়ারে বসিয়ে চোখ ও হাত পা বেঁধে ফিল্মী স্টাইলে শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নজরুল ইসলাম গুরুতর আহত হলে সাদা স্টাম্পে একাধিক স্বাক্ষর নিয়ে লোক মারফত গাড়ীতে করে বাড়ির আঙ্গিনায় রেখে যায় এবং বাড়ির বাইরে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে বাড়ির পাশে সবজি খেতের পাশে গরু বাঁধাকে কেন্দ্র করে একই গ্রামের খলিলুর রহমানের পুত্র শরিফুল, নয়ন ও রেদোয়ানদের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারা মিলন ও মেহেদীদের সংবাদ দিলে, তারা এসে আমাকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরিবার ও আত্মীয় স্বজনের সহযোগিতায় বর্তমানে নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান বলেন, আমি বিষয়টির খোঁজখবর নিচ্ছি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply