মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে গত কয়েকদিন আগ থেকে শুরু হয়েছে মাদারীপুর সংস্কৃতি শিল্প ও বানিজ্য মেলা। আমরা অতিতে দেখে আসছি বিভিন্ন জেলায় তাঁত বস্তু ও শিল্প বাণিজ্য মেলা, সে সমস্ত মেলা স্টলে বাংলাদেশের বিভিন্ন দূর দূরত্ব থেকে আসা বিভিন্ন রকমারি পণ্য ও সার্কাস সহ বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন প্রকার রাইটস এবং সার্কাস জাদু প্রদর্শনী ইত্যাদি।
মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে মেলায় প্রবেশ করতে হলে বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে সেটা মেলার মাঠে যেয়ে যারা গেট দিয়ে প্রবেশ করবে তাদের জন্য প্রযোজ্য মনে করি এবং প্রবেশ বা গেট টিকিট টা গেটেই যেয়ে কিনতে হয় বলে আমরা জানি,
কিন্তুু মাদারীপুর মেলার গেট টিকিট সারাদিন ও রাত ১০ টা পর্যন্ত মাদারীপুর শহর সহ সব ুউপজেলায় বিক্রি করা হচ্ছে বলে যানা যায়,
মূলত এটা লটারির টিকিট ‘ লটারি নাম দিয়ে চালালে সাধারণ মানুষ ও প্রশাসন অনুমতি দেয় না তাই লটারি নাম বাদ দিয়ে এরা প্রতারণার আশ্রয় নিয়ে গেট টিকিট বা প্রবেশ টিকিট নাম দিয়ে মানুষের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পওয়া যায়।
মাদারীপুর শহর সহ জেলার গ্রাম এলাকার ছরিয়ে ছিটেয়ে এরা অটো রিকসা বা ভ্যান পিকাপে করে ১৫০-২০০ টা টিকিট বক্স দিয়ে বিক্রি করে সাধারণ মানুষের চোঁখে ধূলা দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা তাদের পকেটে ডুকাচ্ছে, দিন যত যাবে ততই এর বেচা কেনা বা সেল আরো বারতে থাকবে এমন এক সময় সৃষ্টি হবে যা প্রতিদিন কোটি টাকা হাতিয়ে নিয়ে কোম্পানির পকেটে ডুকাবে বলে মনে করে স্থানীয়রা। সাধারণ মানুষ বলছে আমাদের যানা মতে এটা জুয়া এই জুয়া খেলে কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করে আসছে বলে মনে করে।
মাননীয় প্রধানমন্ত্রী ও হাইকোর্টের নির্দেশ আছে বাংলাদেশে কোন ধরনের জুয়া, অশ্লীল যাত্রায় নৃত্য প্রদর্শন করা যাবে না, সেটা অমান্য করে মাদারীপুর বাসী ও প্রশাসনের চোখে ধূলা দিয়ে এই কোম্পানি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এটা অতি দূত বন্ধ করতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ।
বিশ টাকায় মোটরসাইকেল ১৫০ সিসি পালচার ও আরটিআর সহ ১, ২,৩, লাখ যখন কোম্পানি খেলবে তখন বউয়ের গয়না হাতের চুরি কানের দুল হাঁস মুরগি গুরু ছাগল লোভে পরে ইনকাম করে খাওয়া ছোট ছোট যানবাহন বিক্রি করে হাজার হাজার টাকার টিকিট কাটবে সাধারণ এক শ্রেণির মানুষ এমন কি পারিবারিক ভাবে সংসারে অসান্তি সৃষ্টি হবে বলে মনে করেন মানুষ। তাই সম্মানিত মাদারীপুর জেলা প্রশাসক মহাদয় ও পুলিশ সুপার কে সাধারণ মানুষ অবগত করছেন সম্মান পূর্বক এই লটারি নামক রমরমা জুয়ার আসর বন্ধ করতে মর্জি হয়।
Leave a Reply