মুন্সীগঞ্জে মাদক সেবনের সময় মাদকসহ হাতে নাতে আটকের পরও টাকার বিনিময়ে আসামী ছেড়ে দিলো পুলিশ। গত ২৩ শে জানুয়ারি সোমবার রাত সাড়ে এগারোটার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার রিকাবী বাজার রোডের মিরাপাড়া মসজিদ সংলগ্ন জহিরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, গত সোমবার রাতে এএসআই লিটন ও কনস্টেবল সজিব রাত প্রায় সাড়ে এগারোটার দিকে নিয়মিত টহলের সময় মিরাপাড়া মসজিদ সংলগ্ন জহিরুলের অটো মেরামতের গ্যারেজে মাদক সেবনের সময় মাদকসহ সিদ্দিক নামে একজনকে হাতেনাতে আটক করে। আটকের সময় একজন মহিলা ও আরো কয়েকজন পুরুষ উপস্থিত ছিলো। আটকের পর প্রায় ১ ঘন্টা দর কষাকষির মাধ্যমে প্রায় ২ হাজার টাকার বিনিময়ে আসামীকে ছেড়ে দিয়ে চলে যান এএসআই লিটন ও কনস্টেবল সজিব।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানায়, এই গ্যারেজে সকাল থেকে রাত পর্যন্ত গাঁজা ও অন্যান্য নেশার আড্ডা চলে। পুরনো মিশুক ও আটো বিভিন্ন স্থান থেকে এনে এখানে বিক্রিয় করে। এখানে সব সময় নেশার আড্ডা থাকে। এই গ্যারেজে একজন মহিলা সব সময় বসে থাকে ও গ্যারেজের সাথে মহিলা জড়িত বলে কেউ কিছু বলে না। সোমবার রাতে পুলিশ এসে গাঁজা খাওয়ার সময় গাঁজাসহ সিদ্দিক নামে একজনকে আটক করে। গ্যারেজের সাথে জড়িত মহিলার হুমকি-ধমকি আর ২ হাজার টাকা নিয়ে আসামি ছেড়ে দিয়ে চলে যায়।
এ ঘটনার বিষয়ে এএসআই লিটন টাকা বিনিময়ের কথা অস্বীকার করেন।
এএসআই লিটন জানান, নিয়মিত টহলের সময় গাঁজার গন্ধ পাই। চেকিং করে একজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে গ্যারেজ মালিক কে ডেকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ওমর চন্দ্র দাস প্রথমে এই বিষয়টি অস্বীকার করে জানান, আপনি হয়ত ভূল শুনছেন। পরে তথ্য উপস্থাপনের পর তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না।
Leave a Reply