রংপুরের কাউনিয়ায় রংপুর কুড়িগ্রাম মহা সড়কের বুড়াইলব্রীজ সংলগ্ন মেসার্স সুফিয়া এল পি জি অটো গ্যাস ফিলিং স্টেশন বুধবার (২৫)জানুয়ারী দুপুরে
উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পরে ফিলিং স্টেশনের পরিচালক মোঃ সোহেল মিয়ার আয়োজনে উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে মেসার্স সোহরাব অটো স মিলস সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন , কাউনিয়া জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ১ নং কল্লানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর আলম, কাউনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি- ডিজিএম প্রকৌশলী জোবায়ের হোসেন বসুনিয়া,
পীরগাছা মেসার্স সোহরাব হোসেন ফিলিং স্টেশন পরিচালক রফিকুল ইসলাম, মেসার্স সুফিয়া এল পি জি অটো গ্যাস ফিলিং স্টেশন পরিচালক সোহেল রানা প্রমুখ।
Leave a Reply