জুনাঈদ আহমদ রাসেল, সুনামগঞ্জ প্রতিনিধি
২০১০ সালে মে মাসের এক পড়ন্ত বিকেলে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। হাটি হাটি পা পা করে একযুগের মাইল ফলক অতিক্রম করলো লিসাস। একঝাঁক তরুণ সাহিত্যপ্রেমির এই সফলতা সকলের।
উক্ত কলম সম্মেলনে
বিষয়ভিত্তিক
আলোচক ও প্রশিক্ষক
আল্লামা নূরুল ইসলাম খান বরেণ্য ইসলামি চিন্তাবিদ, খতিব ও শায়খুল হাদিস। মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদিন বরেণ্য লেখক, প্রশিক্ষক ও মুহাদ্দিস। মাওলানা শরিফ মুহাম্মদ বরেণ্য লেখক, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। মাওলানা মুসা আল হাফিজ কবি, দার্শনিক ও সিরাত-গবেষক।
যাদের সুরে মুগ্ধ হবো-
বিশিষ্ট আলেমে দ্বীন,দার্শনিক রাষ্টচিন্তক ইসলামী সংগীত কিংবাদন্তি জাগ্রত কবি মুহিব খান,
আহমদ আব্দুললাহ, আহমদ উসমান যমযম, আলী মর্তুজা বিন আলী যমযম, তানযির আহমদ নাশিদ শিল্পী, সাকিব আশরাফ নাশিদ শিল্পী, সায়নান সায়েম ঊর্দূ নাশিদ শিল্পী, দিলওয়ার হোসাইন আলোর সিঁড়ি।
তিলাওয়াত করবেন
ক্বারি মিসবাহুদ্দোজা – ঢাকা
সঞ্চালনায়
কবি মীম সুফিয়ান
খ্যাতিমান উপস্থাপাক ও আবৃত্তিকারক
যাদের অক্লান্ত পরিশ্রমে লিসাসের পথ গমন-
সভাপতি- মাহবুব সালমান, সহ সভাপতি- রায়হান বিন মুর্শিদ, সহ সভাপতি- সৈয়দ ফেদাউল হক, সাধারণ সম্পাদক- রব্বানী রউফ, সহ সাধারণ সম্পাদক- মুহাম্মদ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক- কাজী মুমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক- কয়েছ রায়হান, সাহিত্য সম্পাদক- মানসূর আহমদ, সহ সাহিত্য সম্পাদক- কামরুল হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ আরশদ, সহ প্রচার সম্পাদক- হাম্মাদ বিন আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক- মুহাম্মদ সামীম আহমদ, ছাত্রবন্ধু সম্পাদক- নাঈম বিন আব্দুল আউয়াল,
নির্বাহী সদস্য-
ফখরুল হাসান, মুহাম্মদ আলী, রেজওয়ান আহমদ, আবু মুসা সাফওয়ান সহ প্রমুখ।
আমাদের এই যুগপূর্তিতে লিসাস আয়োজন করেছে সাহিত্য ও সংস্কৃতি, শিক্ষা ও বিনোদন মূলক একটি জমকালো অনুষ্ঠান।
ইনশাআল্লাহ আগামী ২২ অক্টোবর ২০২২ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ” কলম সম্মেলন-২০২২”
বহুমূখি আয়োজনে ভরপুর আমাদের এই সম্মেলন ।
Leave a Reply