কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় উত্তর সাধু এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলে হারাগাছ উত্তর সাধু সামাজিক সংস্থার আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে মেনাজ বাজার এলাকার আজিজার রহমানের পুত্র শাহ্ আলম কবির বাদল ৪৪ শতাংশ জমি কবরস্থান এর জন্য দান করেন ।
শাহ্ আলম কবির বাদল জানান, উত্তর সাধু এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল একটি কবরস্থানের।
আজ তা বাস্তবায়ন হতে চলেছে। ইতোমধ্যে আমাদের পরিবারের নিজস্ব উদ্যোগে টাংরির বাজারে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ ও মসজিদের জন্য ৭২ শতাংশ জমি আল্লাহর রাস্তায় দান করেছি। তাছাড়াও কানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দান করেছি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই কাজগুলো করে যেতে পারি।স্থানীয়রা জানান, শাহ্ আলম কবির বাদল একজন উদার মনের মানুষ । তিনি কবরস্থান মসজিদ ও মাদ্রাসায় দান করে থাকেন। পরে তাফসীরুল কুরআন মাহফিলে আজিজার রহমান ও তার পুত্র নামে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply