ঝিনাইদহ প্রতিনিধিঃ ভালবাসা মানুষকে করে দেয় অন্ধ। ভালবাসার কাছে হেরে যায় জাত ধর্ম। ভালোবাসার ফাঁদে ফেলে প্রতরণার মাধ্যমে এক প্রবাসীর কয়এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঝিনাইদহের মেয়ে মিরা মাহামুদ মনা। মিরা মাহামুদ মনা ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে।
ভুক্তভোগী অসহায় মালয়েশিয়া প্রবাসী কোটচাঁদপুর উপজেলার বহিরগাছি গ্রামের মাসুদ রানা, আমাদের জানান, দুইবছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একই জেলার শৈলকুপার উমেদপুর ইউনিয়নের উমেদপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে মিরা মাহামুদ মনার সাথে। পরে নানা ভাবে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম ও ভালবাসার সম্পর্ক টিকিয়ে রাখা ও বিয়ের আশ্বাসে আমার নিকট থেকে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, দুইটা মোবাইল, এক জোড়া কানের দুল, একটা আংটি ও একটি গলার হার নিয়ে থাকেন।
এর পর প্রবাসী মাসুদ রানা, গত মাসের ২৩ তারিখ দেশে আসলে তারা মিরা ও মাসুদ ঢাকায় একটি হোটেলে অবস্থান করে এবং সেখানে তারা একত্রে ৩ দিন অবস্থান করেন। সে সময় তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। পরে ২৬ তারিখে মিরা মাহামুদ মনা মাসুদ রানা কে ১ লক্ষ ৬ টাকা ও একটি মোবাইল ফোন ফেরত দিয়ে বাড়ি চলে আসে। তার পর আর মাসুদের সাথে যোগাযোগ করে নি।
মাসুদ অভিযোগ করে বলেন, মিরা একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছে। আমি তাকে বিশ্বাস করে সব কিছু উজাড় করে দিয়েছিলাম। সে এখন আর আমাকে বিয়ে করতে চাই না। আমার সাথে কথাও বলেনা। সে আমার কাছে নানা সময় তার ব্যাক্তিগত কিছু ছবি ও ভিডিও পাঠায়। এমনকি ভিডিও কলে সে সব সময় নগ্ন হয়েই নিজেকে উপস্থাপন করতো। দুই জন স্বামী স্ত্রীর মতই কথা বার্তা চলতো। ঢাকায় এসে একসাথে ৩ দিন থেকেছি। তার পরো সে এখন আমাকে চিনতে পারেনা। আমি এখনো তাকে অনেক ভালবাসি৷ আমি চাই মিরা আমার জীবনে ফিরে আসুক। মিরার কাছে আমি কোন কিছুই চাইনা। চাই শুধু একটু ভালবাসা।
Leave a Reply