তওহীদুল ইসলাম ফুয়াদ, বরিশাল জেলা প্রতিনিধি
সাটুরিয়াউপজেলার ধানকোড়ার ফেরাজীপাড়া হতে মহিশাল্লোহা প্রায় দুই কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ সড়কটির কোনো সংস্কার হয়নি। সড়কের এ বেহাল দশায় এ পথে চলাচলকারী গ্রামবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি পুরোটায় বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা, একটু বৃষ্টি হলেই চলাচলে অযোগ্য হয়ে পরে সড়কটি। ফেরাজীপাড়া গ্রামবাসীর বাজারে, ইউনিয়ন পরিষদে, বিদ্যালয় মসজিদ,মাদ্রাসা,কমিউনিটি ক্লিনিক ও জেলা সহরে যাওয়ার পথ এই একটি মাত্র সড়ক। সড়কের এ অবস্থায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযোগ্য হয়ে পরেছে।
ধানকোড়া ইউনিয়নের তরুনের অহংকার জগমানুষের নয়নমনি রফিক ফেরাজী জানিয়েছে, আমি দেখেছি আমার এলাকার এই রাস্তাটা অনেক দিন যাবত বেহাল দশা, আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মানেক স্বপন, আমাদের সাটুুরিয়ার মানিক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আমাদের ধানকোড়া বাসীর নয়নমনি আব্দুল মজিদ ফোটো ভাইকে আমাদের ফেরাজীপাড়ার এই রাস্তার সংস্কার কাজের দাবি জানাই।
ধানকোড়া ইউনিয়ন সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লােকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনাে প্রতিকার পায়নি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
Leave a Reply