মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটা হতে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানব বন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। এতে উপস্থিত প্রায় হাজারের উপরে নেতাকর্মিদের উপস্থিতি লক্ষ করা গেছে।
জেলার সকল থানা উপজেলার নেতাকর্মিদের সমাগমে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং দেশ রক্ষা ও গণতন্ত্র মুক্তির জন্য বর্তমান সরকারকে বেধে দেওয়া ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসেবে মানব বন্ধন পালন করা হয়।
সদর উপজেলা আহবায়ক মোঃ মহিউদ্দিনের সভাপত্বিত্বে মানব বন্ধনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এডঃ মাসুদ আহম্মেদ তালুকদার। দ্রুত এই সরকারকে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার দাবী জানান তিনি।
প্রধান অতিথী এডঃ মাসুদ আহম্মেদ তালুকদার বলেন দেশের মানুষ আজ অসহায়, দেশে কোন গনতন্ত্র নেই , দুর্নীতিতে সয়লাব দেশ, দ্রবমূল্যে দাম মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে । বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম কথায় কথায় বৃদ্ধি করা হচ্ছে। জনগনের কোন ভাবনাই নেই এ এসরকার। এম কি হাজার হাজার কোটি টাকা দেশ হতে পাচার করছে এই সরকারের বড় বড় নেতাকর্মীরা। কোন প্রতিবাদ করলে গায়েবী মামলায় জেলে পাঠানো হয় নেতাকর্মীদের।
গুম, খুনের সরকারকে ১০ দফা আল্টিমেটাম দিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগমান করে তুলেছে এই সরকার। এই সরকারকে পদত্যাগের মধ্যে দিয়ে দেশের মাটি হতে চিরতরে বিতাড়িত করাই এখন কাজ। তিনি আরো বলেন, আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রী ১৮ কোটি মানুষের কান্ডারী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবী করা হয় এই মানববন্ধনে। মুক্তি না দিলে বাংলাদেশের নিরিহ জনতা রাস্তায় নেমে আসলে সরকারের জন্য এর পরিনাম হবে খুবই ভয়াবহ।
এছাড়া মানব বন্ধনে অংশ নেন টঙ্গীবাড়ী থানর আহবায়ক আলী আজগর রিপন মল্লিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপি আহবায়ক একেএম ইরাদত মানু, সদস্য সচিব এডঃ মাহাবুল আলম স্বপন, সাবেক যুবদলের সভাপতি মোঃ সুলতান আহমেদ, জেলা বিএনপি সদস্য গুলজার হোসেন, সিরাজদিখান উপজেলা সদস্য সচিব হায়দার, টঙ্গীবাড়ী উপজেলার সদস্য সচিব আমির হোসেন দোলনসহ প্রমূখ।
Leave a Reply