মাহমুদ জাফর। যাকে নিয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাপ। অনলাইন সোশ্যাল মিডয়ায় প্রচার করেও যে কিছু একটা করা সম্ভব সেটা হয়তো আর বুঝার বাকী নেই। গতকাল রাতে তিনি ঘরে ফিরেছেন বলে জানিয়েছে তার ছোট ভাই। আলহামদুলিল্লাহ সবার মনে একপ্রকার ভালো লাগা কাজ করছে। তৃপ্তির ঢেকুর তুলছে সবাই।
গত ১০ তারিখ মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটের দিকে শনিরআখড়ায় কিছু বই ডেলিভারি দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। বাসায় এটাও জানিয়েছিলেন যে— ৯:৩০ এর মধ্যে বাসায় ফিরবেন। কিন্তু সময় অতিবাহিত হয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। তাতে পরিবারের মাঝে চিন্তার ছাপ পরে। ফোনে রিং দিলে শুরুর দিকে কয়েকবার রিং হলেও পরবর্তীতে ফোনটি বন্ধ পাওয়া যায়। সময় যত অতিবাহিত হচ্ছিল, সবার মাঝেই চিন্তার ভাজ ভেসে আসছিল। পরিবার থেকে শুরু করে আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশি সবার কাছেই খোঁজ নেওয়া হয় কিন্তু ; কোথাও সন্ধান মেলেনি। নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত তার তার বাবার নিকট তার ছেলে মাহমুদ জাফরের নাম্বার থেকে কয়েকবার ফোন আসে। ১মিনিট ২৩ সেকেন্ড তার সাথে কথাও হয় এবং ডাকা মেইল একটি অনলাইন পত্রিকা জানায়— ‘ মাহমুদ জাফরের সেই ফোন থেকে ফোন করে কোন অজ্ঞাত ব্যক্তি পাঁচ লাখ টাকা দাবী করেন। আর এটাও বলেন পাঁচ লাখ টাকা দিলে তার ছেলেকে ছেড়ে দিবেন। তারপর তার ভাই জানান তারা যাত্রাবাড়ী থানায় সাধারণ এক ডায়েরি করেন। সেখানের ওসি মাজহারুল ইসলাম বলেন— তিনি দ্রুতই বেড় করার চেষ্টা করবেন। একপর্যায়ে দেখা যায় মাহমুদ জাফরের সেই নাম্বারের লোকেশন একেক সময় একেক জায়গায় দেখায়। যার কারণে সঠিক লোকেশন বের করতে সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী উদ্ধারের কাজ করছেন বলে জানিয়েছেন।’ অবশেষে সব নাটকের অবসান ঘটে গতকাল রাতে বাসায় ফিরেছেন মাহমুদ জাফর। এতে তার পরিবার এবং বইপাড়ার লাখো মানুষের মনে স্বস্থির নিশ্বাস আসে।
তার এই ফিরে আসার জন্য বিশেষ জন্য অবদান রয়েছে এই বইপাড়া মানুষের। যারা একেরপর এক ভালোবাসার নজির দেখিয়েছেন। অনলাইনে যথেষ্ট সক্রিয় ছিলেন তাকে নিয়ে। বিভিন্ন অনলাইন গণমাধ্যম ; যারা তাকে নিয়ে নিউজ করেছেন, তাদের অবদানও কম নয়। পরিশেষে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন কালান্তর প্রকাশনীর প্রকাশক আবুল কালাম আজাদ। তার এক্টিভিটি এবং তার চেষ্টা ছিলো চোখে পরার মতো। লাখো মানুষকে তিনি এই বিষয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন। সবাইকে এই অনলাইন আন্দোলনের মাঝে শরিক করার পিছনে তার অবদানটাও ভুলার মতো নয়।
কাফেলাবিডি
Leave a Reply