কাউনিয়া প্রতিনিধি
হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই-
আশুতের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই,
“একাত্তরের রণাঙ্গনের মুখপাত্র” ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক দেশবাংলা’র” পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী রংপুর বিভাগের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানীর পাশ ঘেষা রংপুর চেম্বার অব কমার্স মিলনায়ত নে সকল ব্যূরো চীফ, জেলা,ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।
“দৈনিক দেশবাংলা’র রংপুর বিভাগের আবাসিক সম্পাদক বিশাল রহমানের সভাপতিত্বে এবং রংপুর বিভাগীয় ব্যূরো চীফ শাহ বায়েজিদ আহমেদের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি দৈনিক দেশবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি “দৈনিক দেশবাংলা”র” হেড অব নিউজ সজীব আকবর, সিলেট বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ, রংপুর মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মানবাধিকার নেত্রী মিসেস চামেলী রহমান, দেশবাংলার ডেস্ক ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, সিনিয়র রিপোর্টার ঢাকা অফিস আজিজুল ইসলাম প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন