
সোহেল রানা,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার দর্শন,কৃষকের উন্নয়ন’এই শ্লোগানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমের উপজেলার ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০৬৮ জন কৃষককে নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক,উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিল,উপজেলা খাদ্য পরিদর্শক শরীফ আহমেদ,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব রাজারহাটের সদস্য সাংবাদিক সোহেল রানা প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি,স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলায় সরকারিভাবে ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ১৪% আর্দ্রতায় ১২০০ টাকা মণ দরে ক্রয় করা হবে।