তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ-
আইন মেনে সড়কে চলি- নিরাপদে ঘরে ফিরি’’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে স্টার ফিউচার কে,জি এন্ড হাই ক্যাডেট স্কুলে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১ঘটিকায় সময় নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে স্টার ফিউচার কে, জি এন্ড হাই ক্যাডেট স্কুলের সামন থেকে একটি র্যালি বের হয়। উক্ত র্যালি পরিচালনা করেছেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদ আহমেদ শিকদার, সহকারী শিক্ষক আকমল হোসেন, সহকারী প্রধান শিক্ষকা রত্বনা বেগম, মোছা সুলতানা,জান্নাত,তখমিনা বেগম,মুছলিমা বেগম,প্রমুখ। সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যতে সড়ক, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার পাশাপাশি কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করার উপর আলোচনা করা হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন