মোঃশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি
নির্ধারিত মূল্যের বিপরীতে ইচ্ছেমতো দামে চিনি বিক্রির দায়ে ২টি চিনির দোকানে অভিযান পরিচালনা করে মোট ১২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর কুড়িগ্রামের অভিযান পরিচালনাকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ না করা এবং ইচ্ছেমাফিক দামে চিনি বিক্রির অপরাধে নাগেশ্বরী বাজারের মধুসূদন সাহা এন্ড সন্স এর মালিক গৌতম কুমার সাহাকে ১০,০০০ টাকা এবং একই অপরাধে একই বাজারের লোকনাথ ভান্ডারের মালিক মলয় সাহাকে ২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তর কুড়িগ্রামের এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার ও নাগেশ্বরী থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন