
মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রবিবার দুপুরে মিজানুর রহমান মিজান নামে এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
তাকে নাগেশ্বরী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক মিজান দৈনিক দেশের কন্ঠ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
স্থানীয় লোকজন জানান, সাংবাদিক মিজান তার নিজ বাসা পূর্ব সুখাতী পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে নেওয়াশী বোর্ডঘর বাজারে যাওয়ার পথে সন্ত্রাসী আবুল মেম্বার ও তার সহযোগীরা সাংবাদিক মিজান এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে ও তার সাংবাদিকতার কার্ড, মোবাইল, টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ্বরী থানার
অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান (পিপিএম) বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সাংবাদিক মিজানুর রহমান মিজান উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগেশ্বরী রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। তারা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।