
মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহিদাকে গ্রেফতার করেছে পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক বিকাল ১৭.৩০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা সরকারটারী এলাকা থেকে নাগেশ্বরীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ শাহিদা বেগম এর পোশাকে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।