জুনাঈদ আহমদ রাসেল সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আগামি ২রা নভেম্বর বিশ্বনাথ পৌরসভা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন। পাশাপাশি উসমানী নগর উপজেলা পরিষদ ও গোয়াইনঘাট উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিধি মোতাবেক আজ সোমবার নির্বাচনী প্রচার প্রচারণার শেষদিন। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ গ্রহণ করতে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বিশ্বনাথ ও জগন্নাথপুরে আসছেন।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ এর শেষ নির্বাচনী জনসভা বাদ যুহর অনুষ্ঠিত হবে। অপরদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের নির্বাচনী শেষ জনসভা সৈয়দপুর বাজারে বাদ আছর থেকে শুরু হবে।
কেন্দ্রীয় মহাসচিবের সাথে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ সিলেট ও সুনামগঞ্জের নেতৃবৃন্দ।
সর্বশেষ নির্বাচনী প্রচারণা সফল করে খেজুর গাছের পক্ষে জোয়ার তুলতে স্ব স্ব এলাকার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ যেন সকল ষড়যন্ত্র নস্যাত করে কাঙ্ক্ষিত বিজয়ের জন্য সবাইকে কবুল করেন।
Leave a Reply