
মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদরের এক পল্লীতে অসহায় মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছে একটি কুচক্রী মহল।ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে।
জানা যায়, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেন গোড়গ্রাম মৌজার জে এল নং-০৫ ও ১২২৬ নং খতিয়ানে ৪৪৩০/৪৪৩১/৪৪৩২/৪৪৩৩ এবং ৪৪৩৪ নং দাগে মোট ১ একর ৪৩ শতক জমি পৈত্রিক সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। বিবাদী মোজাম্মেল হক গংরা হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে তোফাজ্জল হোসেন ও তার ছেলে মামলার বাদী আসাদুল ইসলামদের বাড়ির চাটি, বেড়া ভাংচুর করে গাছ কেটে এবং রোপনকৃত কচু ও কলারগাছ উকড়ে ফেলে। এ সময় বাদী আসাদুল ও তার পিতা তোফাজ্জল হোসেন বাঁধা করতে গেলে মোজাম্মেল হক (৫০), পিতা মৃত খছির উদ্দিন, মো.মিজানুর রহমান (২৫), পিতা মোজাম্মেল হক, সামসুদ্দিন (৫০) পিতা মো. মকেজ আলী, মো. মিজানুর রহমান (৩০) ও মো. সাজু উভয়ের পিতা মো. সামসুদ্দিন, মো.সামাদ (৫০) পিতা মৃত অফিরত উদ্দিন, মো. সেবু (৩০) পিতা মো.সামাদ, বেলাল (৫০) ও মো. দুলাল (৩০) উভয়ের পিতা অফির উদ্দিন, মোঃ রঞ্জু (২৬) পিতা হালিম এই কুচক্রী মহলটি ঘটনাস্থলে এসে বাদী ও তার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথাড়ি মারডাং করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এসময় তারা মাটিতে পড়ে গেলে মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান বাদীর পিতা তোফাজ্জল হোসেনের গলা চাপিয়া শ্বাসরোধ হত্যার চেষ্টা করে।
এসময় স্বাক্ষী রাজু, শেফালিসহ আরো অনেকে ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগন আর মারডাং করতে না পাড়লে তারা মামলার বাদী ও তার মেয়েকে রাস্তা ঘাটে একা পেলে মারপিট করে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী অসহায় তোফাজ্জল হোসেনের ছেলে আসাদুল ইসলাম।