মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি। মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মারলো অর্পণ করেন।
পায়রা উড়ানোর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
অপর দিকে নীলফামারী সরকারি কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি, শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এদিকে ডোমার উপজেলায় বসুনিয়ার হাট খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করেছেন, সকাল দশটার দিকে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পালন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে চিত্রাংকন আলোচনা সভা গাছ রোপন গান ও নিত্য অনুষ্ঠান মাধ্যমে, শিক্ষার্থীদের মাঝে টিফিনের নাস্তা দেওয়া হয় এদিকে ডোমার উপজেলায় সোনারায় উচ্চ বিদ্যালয়, সহকারি শিক্ষক মোঃ ফজলুর রহমান বলেন ,শেখ রাসেল দিবস খুব সুন্দর ভাবে পালিত করেছি আমরা। আগামীতে আরো ভালো করার চেষ্টা করব।
খবর সম্পর্কে মন্তব্য করুন