
মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মন্দিরিরের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে ঐ এলাকার প্রফুল্য নামের এক ব্যক্তির উপর।
সরেজমিনে গেলে জানাযায় জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বটতলী বাবুপাড়ায় এঘটনা ঘটে।
২০০৭ সালে ঐ এলাকায় বটতলী বাবুপাড়া নামে একটি মন্দির স্থাপিত হয় বর্তমানে প্ৰায় তিনশত পরিবার সেখানে ধৰ্মীয় কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু দীৰ্ঘ পনের বছর পর হঠাৎ ২৯ /০৬ /২৩ ইং তারিখে মন্দিরে যাওয়ার চলাচলের রাস্তাটি গাছ লাগিয়ে বন্ধ করেন, ঐ এলাকার মৃত খগেশ্বরের ছেলে অভিযুক্ত প্ৰফুল্ল রায় ও তার ভাতিজা হরিপদ রায়, এলাকাবাসী বলছেন তারপর থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটির সমস্যা হওয়ায়,বেশকিছুদিন ধরে মন্দিরে কার্যক্রম বন্ধ আছে।
তাই দ্রুত উক্ত মন্দিরের কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।