
আবির হোসেন সজল, লালমনিরহাট :
উক্ত ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্ল্যাহ , উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার জনাব বি- সার্কেল, অফিসার ইনচার্জ – হাতিবান্ধা সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীদের মতে আনুমানিক সকাল ০৮.০০ ঘটিকার সময় ১৩-১৪ জন শ্রমিক নিয়ে ছোট একটি নৌকায় তিস্তা নদী পাড় হওয়ার সময় হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় নৌকা টি ডুবে যায়। এসময় অধিকাংশ শ্রমিক সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম নামের তিনজন নিখোঁজ হয়।
ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান শুরু হলে সন্ধ্যা পর্যন্ত দুইজনের লাশ পাওয়া যায়।
https://janasongjog.com/লালমনিরহাটে-তিস্তা-নদীতে/
রবিবার (৯ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন এলাকায় তিস্তা নদীতে নৌকা যোগে ১৪-১৫ জন কৃষক নদী পারাপারের সময় এঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ। শফিকুল ইসলাম নামের একজনকে উদ্ধার করেছে ডুবুরি দল।
নিখোঁজ ব্যাক্তিরা হলেন সিংগিমারী ইউনিয়নের দঃগড্ডিমারী এলাকার খাদু শেখের ছেলে শফিকুল ইসলাম শফিজ, জুলাই শেখের ছেলে আহিদুল ইসলাম ও দমিজ উদ্দিনের ছেলে ফজলুল হক।