
ওসমান গনি,স্টাফ রিপোর্টরঃ
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মকবুল হোসেন (৩৫), পিতা- মৃতঃ আলমাছ আলী, সাং কাজহরদী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ (এনআইডি নং) থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি বিগত অনুমান ০৮ বছর পূর্বে বিবাদী ১। মোসাঃ তানজিলা আক্তার (২৫), পিতা- ইয়াকুব আলী, সাং নোয়াকান্দি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জকে ইসলামীয় শরীয়াহ মোতাবেক বিবাহ করি। আমাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে মোসাঃ নুসরাত (০৭) জন্ম গ্রহণ করে। বিয়ের কিছুদিন পর থেকেই উক্ত বিবাদী তাহার খেয়াল খুশি মত চলাফেরা করিতো। তাহাকে বাঁধা নিষেধ করিলে বিবাদী কাহারো কোন কথা না শুনিয়া নিজের ইচ্ছামত চলাফেরা করিতো। বিবাদী মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে কথা বার্তা বলিতো। বাঁধা নিষেধ করিলে সে কোন কথা শুনতো না। ইং ০৮/০৭/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় আমি কাজের উদ্দেশ্যে বাসা হইতে বাহির হইয়া যাই এবং একই তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় বাসায় আসিয়া দেখি যে, উপরোক্ত বিবাদী বাসায় নাই এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়িয়া আছে।
তখন আমি আশেপাশের লোকজনের সহায়তায় ঘরের ভেতর খোঁজ করিয়া দেখি যে, বাসায় থাকা নগদ ২,০০,০০০/- টাকা এবং অনুমান ০৫ ভরি স্বর্নালংকার, যাহার মূল্য অনুমান ৪,৫০,০০০/- টাকা নাই । তখন বিবাদীর ব্যবহৃত মোবাইল নং- ০১৯৯৪৯৫৪৬৮২ নাম্বারে ফোন করিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উপরোক্ত বিবাদী আমার ঘরে থাকা উপরোক্ত নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করিয়া নিয়া গিয়াছে। পরবর্তীতে আমার নিকট আত্মীয় স্বজন সহ বিবাদীর পরিবারের নিকট বিবাদীর খোঁজ করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। আমি উপরোক্ত ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল ।
অতএব, প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে আপনার মর্জি হয়।