পলাশবাড়ী গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ঐ শিক্ষার্থীর নাম সানাউল্লাহ(৫)। জানা গেছে, মেরীরহাট দা হলি কোরআন একাডমীর; প্লে গ্রুপের শিক্ষার্থী ছিলেন সানাউল্লাহ।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, “আজ আনুমানিক বেলা ১.০০ টার দিকে মেরীর হাট নামক স্থানে ঐ সড়ক দুর্ঘটনাটি ঘটে।” উল্লেখ্য, শিশু সানাউল্লাহ দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।
দা হলি কোরআন মডেল একাডেমীর পরিচালকের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়।
তাৎক্ষণিক অবস্থায় পিছন থেকে আগত একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হলে, মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।