নাহিদ, জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে পাগলু ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। ২ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার সন্ধ্যা ছয়টায় একটি পাগলু বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে মহিন্দ্রের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই গফুরা বেগম (৮০) নামে এক মহিলা নিহত হন।
নিহত মহিলা গফুরা বেগম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলী গ্রামে।
উক্ত ঘটনাস্থলে উপস্থিত তাজমুল হোসেন বলেন , পাগলুটি বালিয়াডাঙ্গী রোড থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে, রাস্তায় একটি বৈদ্যুতিক খূটি বোঝাই মহিন্দ্র দাঁড়িয়ে ছিল।সেই বৈদ্যুতিক খূটি বোঝাই মহিন্দ্রটিকে দ্রুত গতিতে অতিক্রম করতে গিয়ে সামনে আরো একটি গাড়ি চল আসে,পরে গাড়িটি পাসে চাপাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
খবর সম্পর্কে মন্তব্য করুন